কয়েকদিন আগেই জিনেদিন জিদান বলেছিলেন আপাতত রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা নেই। কিন্তু সোমবার হঠাৎ করেই সান্তিয়াগো বার্নাব্যুর ওয়েবসাইটে বলা হয় আবার রিয়ালের কোচ হচ্ছেন জিদান। শেষ পর্যন্ত সেটারই সত্যতা মিলে বাংলাদেশ সময় মধ্যে রাতে। এরপরই প্রশ্ন কেন আবারও পুরোনো ক্লাবে ফিরলেন জিজু? অবশ্য এর জবাব পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি ফুটবল প্রেমিদের। জিদান নিজেই স্পেনে ফেরার কারণ জানিয়েছেন।
সোমবারই সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমি ফিরে এসেছি কারণ সভাপতি আমাকে ফোন দিয়েছিলেন। আর আমি তাঁকে আর আমার ক্লাবকে অনেক ভালোবাসি। উনি যখন আমাকে ফোন করলেন আমি তাঁকে না করতে পারিনি। আমি যাওয়ার পর ক্লাবে যা হয়েছে উনি জানেন সেটা। এটা হয়। একটা ক্লাবের খেলোয়াড়েরা ফর্ম হারিয়ে ফেললে কি হয় আমরা সবাই জানি সেটা। এটাই আমাদের সঙ্গে এ বছর হয়েছে। আপনি তো সব সময়ই জিততে পারেন না তাই না? এটা আমার সঙ্গেও হয়েছে আমি যখন খেলোয়াড় ছিলাম। আমি আবার এসেছি। আট মাস পর, আমি আবারও কোচিং করাতে চাই। আমি সিদ্ধান্তটা সকলের ভালোর জন্যই নিয়েছি। আজকের দিনটা আমার ও বাকি সবার জন্য বিশেষ একটা দিন। আর সভাপতি যেটা বললেন, আমি আমার ঘরে ফিরতে পেরে অনেক খুশি।’
কোচ হিসেবে অনেক ক্লাবই জিদানের দিকে হাত বাড়িয়েছিল। কিন্তু সাবেক এ ফ্রান্স ফরোয়ার্ডের মন পড়েছিল বার্নাব্যুতেই। তাই আবারও সেখানেই ফিরলেন তিনি, ‘অনেক ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে কোচ হওয়ার জন্য। কিন্তু রিয়াল আমার নিজের ক্লাব। আমি অন্য কোনো ক্লাবে যেতে চাইনি। এখন আমার একমাত্র লক্ষ্য এই মৌসুমের বাকি সময় ভালোভাবে কাটিয়ে আগামী মৌসুমের জন্য দলকে প্রস্তুত করা।’
মঙ্গলবার থেকেই রিয়াল শিষ্যদের অনুশীলন করাবেন জিদান। সেল্টা ভিগোর বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে পুরনো ক্লাবের নতুন যাত্রা শুরু করবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ তারকা ফরোয়ার্ড, ‘নতুন কিছু বলার নেই। আমি অনেক খুশি ফিরতে পেরে। আমি কাজ করতে চাই। আমি রিয়ালকে সেই অবস্থানে নিয়ে যেতে চাই যেখানে এই ক্লাবটা থাকার যোগ্য। আমি মঙ্গলবার দলকে অনুশীলন করানোর জন্য মুখিয়ে আছি।’
আবারও রিয়ালের দায়িত্ব পেয়ে দারুণ খুশি জিদান। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত গ্রীষ্মে দায়িত্ব ছাড়লেও আমি কিন্তু আপনাদের কাছ থেকে বেশি দূরে সরে যাইনি। স্পেনেই ছিলাম। এই স্কোয়াডের দায়িত্ব পেয়ে আমি অনেক খুশি।’
রিয়ালের ভালোর জন্যই গত মৌসুমের পর চাকুরি ছেড়েছিলেন জিদান। তবে তার মন ঠিকই পড়েছিল সেখানে। যে কারণে আবারও সবার অনুরোধে ফিরলেন পুরনো ডেরায়। এ মৌসুমে অবশ্য বার্নাব্যুর ক্লাবটি প্রায় সব শিরোপা থেকে ছিটকে পড়েছে। তাই এখন থেকে আগামী মৌসুমের জন্য শিষ্যদের তৈরি করার কাজে নেমে পড়বেন জিজু।