ব্রেইন টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেলের পাশে মাশরাফি-তামিমরা

জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেইন টিউমারে আক্রান্ত। রাজধানীর আসগর আলী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সিটি স্ক্যানের পর তার ব্রেন টিউমার হয়েছে বলে জানান।

সুদূর নিউজিল্যান্ডে বসে সাবেক অগ্রজ সতীর্থের অসুস্থতার খবর জানতে পেরেছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বড়ভাইসম সতীর্থের প্রতি দায়িত্ববোধ থেকে ভয়েস মেসেজ ও মুঠোফোন বার্তায় সাহস দিয়েছেন তামিম, আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করার।

আজ (সোমবার) একান্ত আলাপে রুবেল বলেন, ‘নিউজিল্যান্ড থেকেই তামিম ভয়েস মেসেজ দিয়েছে, মুঠোফোন বার্তা দিয়েছে। ও আমাকে বলেছে, ‘সিঙ্গাপুরে আমার পরিচিত অনেকেই আছেন, আপনি চিন্তা করবেন না। কিছু লাগলে আমাকে জানাবেন। সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবো।’ তামিমের এ কথায় ভালো লেগেছে, সাহস পেয়েছি।’

এদিকে পারিবারিক ভ্রমণে ভারতের মানালিতে রয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এবং রুবেলের বন্ধুসম মাশরাফি বিন মর্তুজা। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেলকে আশ্বাস দিয়ে স্ট্যাটস দিয়েছেন। যেখানে তিনি লিখেন, ‘রুবেল, তুমি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্‌। আমরা তোমার সাথেই আছি বন্ধু।’

মোশাররফ রুবেলের অসুস্থতার খবর চাউর হওয়ার পর থেকে ক্রিকেটপাড়ার সবাই তার প্রতি বেশ ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। সবার কাছ থেকে সাহস পেয়ে অনুপ্রাণিতও হয়েছেন চিকিৎসার জন্য।

রুবেল আরও বলেন, ‘ক্রিকেটার, কোচ, সংগঠক তথা ক্রিকেটপাড়ার অনেকের কাছ থেকে আমি সাড়া পেয়েছি। সবাই দোয়া করেছেন। পাশে থাকার আশ্বাস দিয়েছে। এতে আমি আত্মবিশ্বাসী হয়েছি।’

প্রসঙ্গত জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোশাররফ রুবেল। ৪টি উইকেটও রয়েছে তার নামের পাশে। সেরা বোলিং ২৪ রানে ৩ উইকেট। ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া মোশাররফ রুবেল ২০১৬ সালের ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন।

Scroll to Top