ঘরের মাঠ বার্নাব্যুতে টানা চার বার হারের পর জয় পেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ম্যাচে ভায়োদলিদের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল। জোড়া গোল করেছেন করিম বেনজেমা।
এই জয় হয়তো অল হোয়াইটদের স্বস্তি দিয়েছে ঠিকই, তবে শান্তিতে নেই রিয়াল বস সোলারি। ঘরের মাঠে জোড়া এল ক্লাসিকো হার৷ আয়াক্সের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া৷ সব মিলিয়ে প্রবল চাপে রিয়াল মাদ্রিদ। তবে লা লিগার খেতাবের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও আর এক রিয়ালকে হারিয়ে লিগ টেবিলের প্রথম তিনে টিকে থাকল৷
পরের মাঠে খেলতে নেমে প্রথম ধাক্কাটা খায় রিয়ালই। ম্যাচের ২৯তম মিনিটে রিয়ালের জালে বল ঢোকান আনোয়ার মোহাম্মদ তুহামি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
মিনিট পাঁচেক পরই রিয়ালকে সমতায় ফেরান ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে রিয়ালকে লিড এনে দেন করিম বেনজেমা। ডি-বক্সের মধ্যে অদ্রিওজোলাকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন বেনজেমা।
আট মিনিট পর আবারও বেনজেমার জাদুতে গোল পায় রিয়াল। টনি ক্রুসের ক্রসে হেড করে ব্যবধান বাড়ান এ ফ্রেঞ্চ স্ট্রাইকার। ম্যাচের ৮৫তম মিনিটে শেষ গোল করেন লুকা মদ্রিদ।
যদিও শেষ বেলায় ক্যাসেমিরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দশ জনে খেলতে হয় রিয়ালকে৷