পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হয় লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ২৩৮ রান সংগ্রহ করে ইসলামাবাদ। ডেলপোর্টের সেঞ্চুরিতে বড় স্কোর গড়তে সক্ষম হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে এই স্কোর টপকাতে নেমে ১৮৯ রানে গুটিয়ে যায় লাহোর।
গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর-ইসলামাবাদের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় বেশ কয়েকটি রেকর্ড। যা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. ২৩৮ রান। যা পিএসএল ইতিহাসে সর্বোচ্চ রান।
২. ১৬ ছয়। পিএসএলের এক ইনিংসে সর্বোচ্চ ছয় এটি।
৩.১৭ বলে অর্ধশতক। পিএসএল ইতিহাসে যৌথ অর্ধশতক এটি।
৪.২৩৮ রান করাচি কিংসেরও সর্বোচ্চ দলীয় স্কোর।
৫. শাহীন শাহ আফ্রিদির চার ওভারে ৬২ রান খরচা। যা পিএসএল ইতিহাসের সবচেয়ে বেশি রান খরচার রেকর্ড।
৬. ৪৯ বলে সেঞ্চুরি। পিএসএল ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন সেঞ্চুরির রেকর্ড।
৭. ৬/১৯। ফাহিম আশরাফের ৪ ওভারে ১৯ রান খরচাটা পিএসএলের বেস্ট বোলিং ফিগার। এই চার ওভারে তিনি ৬ উইকেট তুলে নেন।