ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। কিন্তু ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে ঝড় তুলেই যাচ্ছেন তিনি।
যার ফলে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নাও নিতে পারেন বলেই জানিয়েছেন গেইল।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন গেইল। ৯৭ বলে ১৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ১৪টি ছয়। আর এমন ইনিংস খেলার পর অবসরের আভাসে পরিবর্তন এনেছেন গেইল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার খেলা অন্যতম রোমাঞ্চকর ম্যাচ এটা। চমৎকার একটা ইনিংস ছিল। আমি অনেক বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলি। তাই ৫০ ওভারের ক্রিকেটে ফেরা সবসময় কঠিন। কিন্তু এই সংস্করণে আমার শরীর বেশ মানিয়ে নিচ্ছে। আমাকে আরও একটু খাটতে হবে এবং তারপরই হয়তো আরও অন্যরকম ক্রিস গেইলকে দেখবেন, সম্ভবত। সবকিছু দ্রুত পাল্টে যায়। দেখা যাক কী হয়।’
তিনি আরো বলেন, ‘আসল ব্যাপার হলো শরীর। আমি এখন ৪০ এর কাছাকাছি। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবো কিনা? দেখা যাক। ধীরেসুস্থে ভাববো এটা।’