২৩৪ রানে ‍গুটিয়ে গেল বাংলাদেশ

তামিম ইকবালের সেঞ্চুরি করা পরেও হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গেছে সফরকারী বাংলাদেশ। মাত্র ৫৯.২ ওভার ব্যাটিং করে আটকে যায় টাইগাররা। ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি কিউই পেসার নেইল ওয়াগনার।

অবশেষে হাসি দিলো তার ব্যাট। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। যেন ওয়ানডের জ্বালা মেটালেন তামিম।তবে বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ। ফলে ইনিংসটাও লম্বা হলো না সফরকারীদের।

টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে শুরুটা ভালো হয় টাইগারদের। উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। ৩২ বলে ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাদমান। এতে ভাঙে ৫৭ রানের বাংলাদেশের উদ্বোধনী জুটি।

এরপর মুমিনুল হককে সাথে নিয়ে শটের রোমাঞ্চ ছড়ান তামিম। ১৩ ওভারের প্রথম তিন বলে বোল্টকে টানা তিনটি চার মেরে মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। সতীর্থের সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন তামিম। তাতে দুরন্ত গতিতে ছুটতে থাকে বাংলাদেশ।

তবে হঠাৎ আউট হয়ে যান মুমিনুল। দলীয় ১২১ রানে নিল ওয়েগনারের বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে আস্থার প্রতিদান দিতে পারেননি মোহাম্মদ মিঠুন। ওয়েগনারের বলে টম লাথামকে ক্যাচ দিয়ে ফেরেন এ টপঅর্ডার। ফের ব্যর্থ সৌম্য সরকার। তাৎক্ষণিক চাপের মধ্যে বিচক্ষণতার পরিচয় দিতে পারেননি তিনি। টিম সাউদিকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাঁহাতি ব্যাটার।

পরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন তামিম। পথিমধ্যে সেঞ্চুরি তুলে নেন তিনি। মাত্র ১০০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। এটি টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তামিমের। অবশ্য সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি তামিম। ২৬ রান যোগ করে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে পেসার এবাদত হোসেনের।

নিউজিল্যান্ডের পক্ষে ওয়াগনার ৫টি ও টিম সাউদি নেন ৩টি উইকেট। ট্রে্ন্ট বোল্ট আর কলিন ডি গ্র্যান্ডহোম নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৯.২ ওভারে ২৩৪/১০ (তামিম ১২৬, সাদমান ২৪, ‍মুমিনুল ১২, মিঠুন ৮, সৌম্য ১, মাহমুদউল্লাহ ২২, লিটন ২৯, মেহেদী মিরাজ ১০, আবু জায়েদ ২, খালেদ আহমেদ ০, এবাদত ০*; সাউদি ৩/৭৬, ওয়াগনার ৫/৪৭)

Scroll to Top