নিউজিল্যান্ডের মাটিতে এখনও কোনো টেস্ট জেতেনি বাংলাদেশ। এমনকি ড্র করতেও পারেনি। স্বাভাবিকভাবেই আসছে তিন ম্যাচ টেস্ট সিরিজে হট ফেভারিট স্বাগতিকরা।
তবে টাইগারদের হালকাভাবে নিচ্ছেন না কিউই দলপতি কেন উইলিয়ামসন। তার মতে, হুমকি হতে পারে সফরকারীরা।
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। পর পরই পেয়েছে সুখবর। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি র্যাংকিংয়ে দুইয়ে উঠেছেন ব্ল্যাক ক্যাপসরা। দারুণ সুখস্মৃতি নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে বাংলাদেশে মুখোমুখি হবেন তারা।
এর আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই হুমকি। বাংলাদেশ দারুণ সুসংগঠিত একটি দল। তাদের হালকাভাবে নেয়া উচিত হবে না। টাইগারদের নিয়ে সতর্ক তারা বলেও জানান তিনি।
ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা। তাই আগাম সতর্ক স্বাগতিকরা।
সবে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছে শ্রীলংকা। এর উদাহরণ টেনে উইলিয়ামসন বলেন, কয়েকদিন আগে প্রোটিয়াদের ডেরায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছে লংকানরা। তাদের যেকোনো জায়গায় হারানো কঠিন। তাও আবার ওদের ঘরের মাঠে। আসলে আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই সবাইকে হারানোর সক্ষমতা রাখে।