হার নই, অন্য যে কারণে আক্ষেপ মাশরাফির!

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশের। কোচ-অধিনায়ক বলছেন এমনটাই। প্রথম ম্যাচের পারফরম্যান্স তাই ভক্তদের মনোবলে ঘা দিতে পারে। বড় ব্যবধানে হার দিয়ে নতুন বছর শুরু করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের সামনে ব্যাটে-বলে দাঁড়াতেই পারেনি স্টিভ রোডসের শিষ্যরা। কিউইরা খুবই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে। অথচ বাংলাদেশের ছিল হতশ্রী দশা। কন্ডিশন ম্যাচে বড় কারণ হয়ে দাঁড়ায় মাশরাফিদের জন্য। 

তবে বাংলাদেশ অধিনায়ক কন্ডিশনের কথা তুলে কোন অজুহাত দিতে নারাজ। ম্যাচের পরে মাশরাফি দ্বিতীয় ম্যাচে ভালো করার আশা ব্যক্ত করলেন। তবে নিউজল্যান্ডে এসেই ম্যাচ খেলতে নেমে যাওয়া খারাপ করার একটা কারণ বলে মনে করছেন টাইগার ওয়ানডে অধিনায়ক, \’আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেক সময় বেশি দরকার ছিল। তবে আমি এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাবো না।\’

ব্যাটিংয়ে বাংলাদেশ বেশি খারাপ করেছে। বোলিং খুব ভালো হয়নি। বিশেষ করে পেসাররা কোন উইকেট নিতে পারেননি। এমনকি পর্যাপ্ত সুযোগও তৈরি করতে পারেননি। তবে মাশরাফি মনে করছেন বোলাররা মোটামুটি ভালো করেছেন, \’আমাদের ব্যাটিং নিয়ে চিন্তা থেকে গেল। বোলিংয়ে আমরা খারাপ করিনি। তবে ২৩২ রানে প্রতিপক্ষকে আটকানো কঠিন। বোলিংয়েও আমাদের অনেক জায়গায় কাজ করার আছে।\’

শুরুতে উইকেট হারানোয় দল ভালো করতে পারেনি। নিউজিল্যান্ড ভালো বোলিং করলেও বাংলাদেশ বেশি উইকেট দিয়ে দিয়েছে বলে জানান মাশরাফি। এছাড়া ম্যাচ সেরা কিউই ওপেনার গাপটিলও বলেন, ১০ ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে বসলে ম্যাচে ফেরা কঠিন। দলের বোলাররা জয়ের ভিত্তি তৈরি করে দিয়েছেন বলে জানান ইনজুরি থেকে ফিরেই সেঞ্চুরি করা এই ওপেনার।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, বাংলাদেশের অনেক নিচ পর্যন্ত ব্যাটসম্যান আছে। তারা মাঝে মধ্যে খুব জ্বালায় ফেলে দেয়। শক্ত অবস্থানে থাকলেও তারা ঘুরে দাঁড়ায়। এ ম্যাচে নিয়মিত উইকেট তুলে নিয়ে আমাদের বোলাররা তাদের সেই সুযোগ দেয়নি। এরপর মার্টিন দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে ফিরেছেন।\’

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে 

Scroll to Top