সাকিব ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে জয় কঠিন: মাশরাফি

সাকিবকে ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে জয় পাওয়া কঠিন। তবে অসম্ভব নয় বলে জানালেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিকে আগের সিরিজগুলো দলকে আত্মবিশ্বাস দিচ্ছে। এশিয়া কাপের পারফর্মই বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড সফরের বড় ভরসা। সাকিবকে ছাড়া ওই টুর্নামেন্টে বাঁচা-মরার লড়াই জিতে ফাইনালে যায় মাশরাফির দল। ফাইনালেও আসরের শক্তিশালী দল ভারতের বিপক্ষে মন কাড়া পারফর্ম করেন লিটন-মুস্তাফিজরা।

তাকে ছাড়া আগের সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশ ভালো খেললেও ভুগতে হয়েছে বেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই কন্ডিশনে জিততে হলে তাই সাকিবের অভাব সবাইকে মিলেই পূরণ করতে হবে। মাশরাফির মতামত অন্তত এমনটাই। তবে অধিনায়ক কোনভাবেই ভাবছেন না যে, কিউইদের বিপক্ষে সাকিবকে ছাড়া জেতা সম্ভব নয়।

মাশরাফি বলেন, আমরা জানি নিউজিল্যান্ড খুব চ্যালেঞ্জিং। এখন সেটা দ্বিগুন হয়ে গেল। তবে সে অভাব পূরণ করতে আমাদের সকলের কাঁধে দায়িত্ব নিতে হবে।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top