সাকিবের বিকল্প কে?

সদ্য সমাপ্ত বিপিএল ফাইনালে বাঁহাতের অনামিকায় পাওয়া চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। কাজেই ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আসন্ন সিরিজে বাঁহাতি স্পিনারের গুরুত্ব বিবেচনা পূর্বক তার বিকল্প ভাবতেই হচ্ছে। কে সেই বিকল্প? না, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছেন না টাইগার নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

তিনি জানিয়েছেন, ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা এখনো নিউজিল্যান্ডের পথে। তিনি পৌঁছে পরিস্থিতি বিবেচনা করে যদি মনে করেন সাকিবের বিকল্প প্রয়োজন তাহলেই কাউকে পাঠানো হবে। সেই ক্ষেত্রে দু একদিনের মধ্যেই তাইজুল ইসলাম নিউজিল্যান্ডের বিমানে চাপবেন। আর সেটা না হলে মুমিনুল হককে দিয়ে আপদকালীন কাজ চালিয়ে নেয়া হবে।

হাবিবুল বাশার জানান, `আমরা এখনো সাকিবের বিকল্প ঠিক করিনি। মাশরাফি নিউজিল্যান্ড পৌঁছে পরিস্থিতি বিবেচনা করে যদি ওর বিকল্প চায় তাহলে দু একদিনের মধ্যেই তাইজুলকে পাঠাবো। আর না চাইলে ওখানে মুমিনুল আছে। তাছাড়া আমাদের দুজনও অফস্পিনার মেহেদি হাসান মিরাজ এবং নাইম হাসানতো আছেই।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top