বসন্তের কোলে কোলে এসে সীমান্তে চলে এসেছে বিপিএলে। শীতের শিশির ভেজা ঘাসে গড়ায় এবারের বিপিএলে। ঢাকা, সিলেটের পর চট্টগ্রামে ঘুরে শেষে এসে ঠেকেছে বিপিএলের ষষ্ঠ আসর। শুরুর কিছু অব্যবস্থাপনা বাদে সুষ্ঠু শেষের পথে টি-২০ এই লিগ। শুক্রবার সন্ধ্যায় ফাইনাল জিততে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়নদের বরণ করে দিতে মঞ্চও তৈরি। এখন কেবল চ্যাম্পিয়রদের অপেক্ষা।
সেই অপেক্ষা জমজমাট এক লড়াইয়ে শেষ হোক বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রত্যাশা এই। আর প্রত্যাশার পালে হওয়া দিচ্ছে দু\’দলের শক্তি। ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ডার মিলিয়ে টেক্কার ওপর ট্রাম ফেলার মতো দল তাদের। ফাইনালে টেক্কা-ট্রামের এই লড়াইয়ে ঢাকা নামবে চতুর্থ বিপিএল শিরোপা ঘরে তুলতে। আর কুমিল্লা খেলবে দ্বিতীয় শিরোপার মর্যাদা অর্জন করতে।
ঢাকা বিপিএলের অন্যতম সেরা দল এ নিয়ে কোন সন্দেহ নেই। বিপিএলের ছয় আসরের মধ্যে পাঁচটিতে ফাইনালে খেলার গৌবর অর্জন করেছে তারা। গ্লাডিয়েটরস থাকতে দু\’বার শিরোপা জিতেছে ঢাকা। বিপিএলের প্রথম দুই শিরোপাও ওঠে ঢাকার ঘরে। এক বছর বিরতি দিয়ে হওয়া তৃতীয় আসরে শিরোপা ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ডায়নামাইটস নাম নিয়ে ঢাকা আবার চতুর্থ আসরে ঘরে শিরোপা ফিরিয়ে আনে। পঞ্চম আসরে আবার ফাইনালে ওঠে তারা। কিন্তু গেইল ঝড়ের পর আশা ভঙ্গ হয় সাকিবদের। বিপিএলে প্রথমবারের মতো শিরোপা উৎসব করে রংপুর। এবার আবার মঞ্চটা ঢাকা-কুমিল্লার জন্য সাজানো হয়েছে। তবে শিরোপা তিন দলের বাইরে এখনও যায়নি। যাচ্ছে না এবারও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে অংশ নেয় সাতটি দল। আর এ পর্যন্ত বিপিএলে অংশ নিয়েছে আটটি দল। তার মধ্যে ছয় দলের ফাইনালে খেলার সুযোগ হয়েছে। তবে নিজেদের হতভাগা ভাবতে পারে সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটান্স। তাদের এখনও ফাইনালে খেলা হয়নি। প্রথম ও তৃতীয় আসরে ফাইনাল খেলে বরিশাল। প্রথমবার \’বার্নাস\’, পরেরবার \’বুলস\’ নামে।
দ্বিতীয় আসরে ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করে চিটাগং ভাইকিংস। এরপর আর ফাইনালে ওঠা হয়নি তাদের। এছাড়া ২০১৬ সালের চতুর্থ আসরে ফাইনালে খেলে রাজশাহী কিংস। তবে শিরোপা ভাগ্য সহায় হয়নি তাদেরও। ষষ্ঠ আসরে সাকিব আল হাসান নাকি ইমরুল কায়েস শেষ হাসি হাসবেন তাই এখন দেখার অপেক্ষা।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস