নিজেদের সেরাটা থেকে অনেক দূরেই ছিল ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনা। আত্মঘাতী গোলের সুবাদে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় কাতালানদের। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে স্পোর্টিং লিসবনের মাঠে ন্যূনতম ব্যবধানের (১-০) জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জয়ের ধারায় বার্সা। ন্যু ক্যাম্পে জুভেন্টাসকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। কিন্তু লিসবনে এসে মেসি-সুয়ারেজদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে।
দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় স্বাগতিক ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটসের আত্মঘাতী গোলটিই ফলাফল নির্ধারক হয়ে থাকে। রেফারি শেষ বাঁশি বাজানোর পর সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত হন মেসি!
মাঠের ভেতর একজন দৌড়ে এসে আর্জেন্টাইন আইকনের বুটে চুমু খায়। মেসি তার এই অন্ধভক্তকে কিছুক্ষণ সময় দেন। মাঠ ছাড়ার আগে মাথায় হাত রেখে কথা বলেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে তুরিনে ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। গোল দু’টি করেন গঞ্জালো হিগুয়েইন ও মারিও মান্দজুকিচ। পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয় শীর্ষে বার্সা। একটি করে ম্যাচ জিতে সমান ৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে স্পোর্টিং। নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিয়াকোসকে তাদের মাঠেই ৩-২ গোলে হারায় পর্তুগিজ ক্লাবটি। তিন নম্বরে জুভিরা।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ