সাকিবকে পেছনে ফেলে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে হোল্ডার

ব্রিজটাউন টেস্টে রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি করার পুরস্কার পেলেন জেসন হোল্ডার। সাকিব আল হাসানকে হটিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেছেন ক্যারিবীয়ান অধিনায়ক।

হোল্ডারের বর্তমান রেটিং পয়েন্ট ৪৪০। দুইয়ে নেমে যাওয়া সাকিব আল হাসানের পয়েন্ট ৪১৫। তিন নম্বরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে ইংল্যান্ডের বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলেন্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকান হোল্ডার (২০২)। পাশাপাশি প্রথম ইনিংসে দুটি উইকেটও দখল করেন তিনি। শনিবার ম্যাচটিতে ইংলিশদের ৩৮১ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫

১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ): ৪৪০ রেটিং
২. সাকিব আল হাসান (বাংলাদেশ): ৪১৫ রেটিং
৩. রবীন্দ্র জাদেজা (ভারত): ৩৮৭ রেটিং
৪. বেন স্টোকস (ইংল্যান্ড): ৩৪৪ রেটিং
৫. ভারনন ফিলেন্ডার (দক্ষিণ আফ্রিকা): ৩৪১ রেটিং

Scroll to Top