ইতিহাস গড়ে নেইমারের যোগ দেওয়ার পর থেকেই উড়ন্ত সূচনা করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু শনিবার মপেলিয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। যেন তারই মূল্য দিতে হয় উনাই এমেরির দলকে। লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারায় পিএসজি।
বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই দলে ফিরেন নেইমার। জয়ও ফিরে পিএসজিতে। নেইমার-কাভানি-এমবাপ্পের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে পিএসজিও ৩-০ গোলে রীতিমতো উড়িয়ে দেয় জার্মান বুন্দেস লিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।
বায়ার্নের বিপক্ষে গোলের শুরুটা করেন দানি আলভেজ। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই দারুণ এক গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন সাবেক বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকা। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোলও হজম করে বায়ার্ন। ম্যাচ শুরুর ৮৪ সেকেন্ডের মধ্যেই গোল করে বসেন দানি আলভেজ। স্বদেশী সতীর্থ নেইমারের সহায়তায় গোলটি করেন তিনি।
এরপরই নেইমার-কাভানি এবং এমবাপ্পের শো। প্রথমার্ধের ৩১ মিনিটেই গোল ব্যবধান দ্বিগুন করেন এডিনসন কাভানি। চ্যাম্পিয়ন্স লিগে উরুগুইয়ান স্ট্রাইকারের এটা টানা ষষ্ট গোল। আর চলতি মৌসুমের দশ ম্যাচ থেকে দশম গোল! এই গোলে সহায়তা করেন এমবাপ্পে। এর ফলে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও পাত্তা পায়নি বায়ার্ন। ম্যাচের বয়স যখন ৬৩ মিনিট তখন দারুণ এক গোল করেন নেইমার। এই গোলের পার্শ্ব নায়কও সাবেক মোনাকোর ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। এর সৌজন্যে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন সাবেক সান্তোস ও বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৪২ ম্যাচে তার নামের পাশে এখন ৪০ গোল! নিজে করেছেন ২৩টি আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল।
এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে পিএসজি। দুই ম্যাচ থেকে সমান দুই জয়ের সৌজন্যে ছয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উনাই এমেরির দল। বায়ার্ন মিউনিখের অবস্থান দুইয়ে। তিনে থাকা সেল্টিকেরও বায়ার্নের সমান তিন পয়েন্ট।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস