প্রতারণার অভিযোগে সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
গতকাল রোববার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাল্টি পারপাস কোম্পানির নামে প্রতারণার অভিযোগে সাবেক এই ফুটবল খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান। তিনি বলেন, ‘সাবেক ফুটবলার কায়সার হামিদ বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’
নিউওয়ে মাল্টি পারপাস কোঅপারেটিভ নামে একটি মাল্টি পারপাস কোম্পানি ছিল কায়সার হামিদের। পুলিশ জানায়, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন।
প্রায় আট বছর আগের এই প্রতিষ্ঠানটি এখন বন্ধ হলেও এতে অর্থ লগ্নিকারীদের মামলায় কায়সার হামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী। তিনি বলেন, এই ঘটনায় ২০১৪ সালে বনানী থানায় করা একটি মামলায় তাকে (কায়সার হামিদ) এলিফ্যান্ট রোড থেকে রোববার রাত সাড়ে ৯টায় গ্রেপ্তার করা হয়।