সুয়ারেজের বলি বার্সার এই ৬ তারকা!

লুইস সুয়ারেজ। বার্সেলোনার উরুগুইয়ান তারকা আপাদমস্তক একজন স্ট্রাইকার। নিশ্চিতভাবেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা ‘নাম্বার নাইন’। যাকে বলে নিখাঁদ স্ট্রাইকার। গোল-মেশিন লিওনেল মেসির পাশে তার মতো একজন খাঁটি স্ট্রাইকারকে পেয়ে বার্সেলোনা ধন্য। সুয়ারেজকে পেয়ে বার্সেলোনা লাভবানও হয়েছে অনেক। হ্যাঁ, ক্লাব হয়তো তাকে পেয়ে অনেক লাভবানই হয়েছে। কিন্তু সুয়ারেজ বার্সেলোনায় এসে কপাল পুড়িয়েছেন ৬ সতীর্থের। তার কারণেই বার্সেলোনা ছেড়েছেন ৬ জন স্ট্রাইকার!

ঘটনা শতভাগ সত্যি। সুয়ারেজ ন্যু-ক্যাম্পে যোগ দেওয়ার পর স্বপ্নের বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছেন ৬ জন ব্যাক আপ স্ট্রাইকার। স্রেফ সুয়ারেজের কারণে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বার্সেলোনা ছেড়েছেন তারা। সুয়ারেজের বলি সেই ৬ হতভাগা খেলোয়াড় হলেন আদামা ট্রায়োরে, পেদ্রো রদ্রিগেজ, পাকো আলকাসের, জেরার্ড দেউলোফু, স্যান্দ্রো রামিরেজ ও মুনির আল হাদ্দাদি।

২০১৪ বিশ্বকাপের পরপরই লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। ন্যু-ক্যাম্পে এসে মেসির সঙ্গে গড়ে তুলেছেন ভয়ঙ্কর আক্রমণ জুটি। বিশ্বের যে কোনো ক্লাবের রক্ষণভাগের কাছেই আতঙ্কের নাম তারা। কিন্তু সুয়ারেজ আসায় ওই সময়েই কপাল পোড়ে পেদ্রো ও আদামা ট্রায়োরের। দলের ব্যাক আপ স্ট্রাইকার হিসেবে প্রায় নিমিতই খেলার সুযোগ পেতেন তারা।

সুয়ারেজ আসায় তাদের জায়গা হয় বেঞ্চে। কিন্তু তারা কিছুতেই বেঞ্চ গরম করে কাটাতে চাননি। তাই বাধ্য হয়ে ক্লাব ছাড়েন এই দুই স্প্যানিশ স্ট্রাইকার। ২০১৫ সালে বার্সেলোনা ছাড়েন তারা। বার্সেলোনায় মূলত উইঙ্গার হিসেবে খেলা পেদ্রো পাড়ি জমান চেলসিতে। এখনো তিনি সেখানেই আছেন।

আদামা ট্রায়োরেও নতুন ঠিকানা গাড়েন ইংল্যান্ডেই। যোগ দেন অ্যাস্টন ভিলায়। সেখান থেকে মিডলসব্রো হয়ে তিনি বর্তমানে উলভেসহাম্পটন ওয়ান্ডারার্সে। সুয়ারেজের বলি হয়ে এরপর একে একে বার্সেলোনা ছাড়েন স্যান্দ্রো রামিরেজ, পাকো আলকাসের ও জেরার্ড লেউলোফু। সুয়ারেজের সর্বশেষ বলি মুনির আল হাদ্দাদি।

এই তো সপ্তাহ খানেক আগে স্প্যানিশ এই ফরোয়ার্ড নাম লিখিয়েছেন সেভিয়ায়। খেলার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পাচ্ছিলেন না। তাই একরকম জোর করেই মানে ক্লাব কর্তাদের সঙ্গে ঝগড়া করেই পাড়ি জমিয়েছেন সেভিয়ায়।

বার্সেলোনার সঙ্গে সুয়ারেজের নতুন চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। সামনের এই সময়ে আরও কতজনের কপাল পোড়ান সুয়ারেজ, সেটিই দেখার!

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top