সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন অনেক আগেই, এবার লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। রোববার রাতে এইবারের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাসের নতুন পাতা খোলেন বার্সেলোনার আর্জেন্টাইন কিংবদন্তি।
মেসির ইতিহাস গড়ার রাতে এইবারকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বাকি গোল দুটি করেছেন লুইস সুয়ারেজ।
ন্যু ক্যাম্পে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ইতিহাসে নাম লেখানো গোলটি করেন মেসি। ২০১৪ সালে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তেলমো জারার (২৫২) রেকর্ডটি টপকেছিলেন ফুটবল জাদুকর। সেভিয়ার বিপক্ষে সেদিন হ্যাটট্রিক করে রেকর্ডে নাম লেখান।
তারপর থেকে নিজের রেকর্ডটি মেসি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অসামান্য ধারাবহিকতায় ৪৩৫ ম্যাচে ৪০০তম গোলটি আনলেন তিনি।
মেসি এই ৪০০ গোলের মধ্যে ২৩১টি করেছেন ন্যু ক্যাম্পে, ২১৮ ম্যাচ খেলে। যার মধ্যে ১৮৪ ম্যাচেই জিতেছে বার্সেলোনা। সেখানে প্রতিপক্ষের মাঠে ২১৭ ম্যাচে তার গোলসংখ্যা ১৬৯টি। প্রিয় দুই প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২৫টি করে গোল করেছেন মেসি।
লা লিগায় মেসি খেলেছেন প্রায় ৩৫ হাজার মিনিট। এই ৪৩৫ ম্যাচের মধ্যে ৩২৬টিতে জয়, ৭০ ম্যাচে ড্র, আর ৩৯টি হার নিয়ে মাঠ ছেড়েছেন। প্রথম একাদশে ছিলেন ৩৮৭ বার, বদলি নেমেছেন ৪৮ বার।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস