১০ হাজারি ক্লাবের নতুন সদস্য ধোনি

ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান করেছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে নেমে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় আর বিরাট কোহলির পর ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দশ হাজারি ক্লাবে নাম লেখালেন ধোনি।

আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ২৮৮ রান করে। ব্যাটিংয়ে নেমে ধোনি ৫১ রান করেন। ২০১৭ সালেই ওয়ানডে ফরম্যাটে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন ধোনি। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সেবার এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন তিনটি ওয়ানডে ম্যাচ। যেখানে করেছিলেন ১৭৪ রান। তবে, ভারতের জার্সিতে আজই দশ হাজারি ক্লাবে নাম লেখালেন ধোনি।

ভারতের জার্সিতে ৩৩০ ম্যাচে ধোনি ১০ হাজার রান করার পথে ৪৯.৭৫ গড়ে ৯টি সেঞ্চুরি আর ৬৭টি ফিফটি করেছেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১২তম ব্যাটসম্যান হিসেবে ধোনি ১০ হাজারি ক্লাবে নাম লেখালেন। ২০১৮ সালে ২০ ওয়ানডেতে ধোনি করেছিলেন মাত্র ২৭৫ রান, গড় ছিল ২৫।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

Scroll to Top