লা লিগায় নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার (৬ জানুয়ারি) গেটাফের বিপক্ষে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্নেস্তো ভালভারদের ছাত্ররা।
গেটাফের মাঠে ম্যাচের ২০ মিনিটে স্বাগতিকদের জালে বল জড়ান মেসি। এরপর ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। তবে বিরতির পর স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান জেইমা মাতা। তাতে ব্যবধান কমলেও বিরতির পর আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।
এ নিয়ে ১৮ ম্যাচে ১২ জয় ও ৪ ম্যাচ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে শীর্ষে আছে বার্সেলোনা।
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লজ্জার হার দেখেছে রিয়াল মাদ্রিদ।
এর আগে নতুন বছরের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করলেও, রোববার (৬ জানুয়ারি) ঘরের মাঠে ২-০ ব্যবধানে হেরেছে সান্তিয়াগো সোলারির দল।
সফরকারীদের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসে ও স্প্যানিশ মিডফিল্ডার রুবেন পার্দো।
এ নিয়ে ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে নেমেছে রিয়াল।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস