বিপিএল খেলতে ঢাকায় ক্রিস গেইল

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল ) উন্মাদনা আজ থেকে শুরু হচ্ছে। ক্রিকেটের ছোট এই সংস্করণে সবচেয়ে আতঙ্কের নাম ক্রিস গেইল। বিপিএলে রংপুর রাইর্ডাসের হয়ে খেলতে আজ সকালেই ঢাকায় পৌঁছেছেন তিনি।

বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মোর্ত্তজার রংপুর। যেখানে তাদের প্রতিপক্ষ মুশফিকের চিটাগং।

চার-ছক্কার ধুন্ধুমার এই ক্রিকেট লড়াইয়ে প্রস্তুত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে মাঠে নামার অপেক্ষায় দলগুলো। বসে নেই ক্রিকেটপিপাসু দর্শক-সমর্থকও। প্রিয় দলের খেলা দেখতে ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছেন তারা।

এবারের আসরে শিরোপা লড়াইয়ে থাকছে সাত ফ্র্যাঞ্চাইজি- ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। তিন ভেন্যু- ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

মিরপুর স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। একই দিন তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা লড়বে চতুর্থ আসরের (২০১৬ সালে) রানার্সআপ রাজশাহীর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

Scroll to Top