পূজারার সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ভারত

অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন চেতেশ্বর পূজারা। সেই ধারাবাহিকতা ধরে রেখে এ ডানহাতি বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে করলেন সেঞ্চুরি। তাতে সিডনি টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে ভারত।

সিডনি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে পূজারা অপরাজিত রয়েছেন ১৩০ রান। প্রথম দিন শেষে ভারত করেছে ৪ উইকেটে ৩০৩ রান। উইকেটের অন্য প্রান্তে হানুমা বিরাহি ব্যাট করছেন ৩৯ রানে।

চলতি সিরিজে বৃহস্পতিবার তৃতীয় সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। এরআগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ডানহাতি অ্যাডিলেড টেস্টে করেছিলেন ১২৩ রানের ইনিংস। এরপর তৃতীয় টেস্টে মেলবোর্নে ১০৬ রান করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় আজ ১৩০ রানে রয়েছেন অপরাজিত। তাতে ভারত প্রথম ইনিংসে পেয়ে গেছে শক্ত ভীত।

\"\"

১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করে আসছে ভারত। কিন্তু গত ৭১ বছরে একবারও দেশটি থেকে টেস্ট সিরিজ জিততে পারেনি দলটি। এবার অবশ্য ইতিহাস বদলানোর সুযোগ পেয়েছেন বিরাট কোহলিরা। এরইমধ্যে চলতি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রবি শাস্ত্রীর শিষ্যরা। বৃহস্পতিবার শুরু হওয়া সিডনি টেস্টের শুরুটাও দারুণ হয়েছে দলটির। শেষ পর্যন্ত সফরকারীরা যদি এ ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে দলটি। সে লক্ষ্যে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে কোহলিরা। যদিও শুরুটা ভাল হয়নি। জস হ্যাজেলউডের প্রথম ওভারেই মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লোকেস রাহুল। সে সময় সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১০ রান।

ইনিংসের শুরুতে রাহুল ফিরে গেলেও ভারতের পথ চলা থেমে থাকেনি। দ্বিতীয় উইকেটে মায়ানক আগেওয়াল-চেতেশ্বর পূজারা ১১৬ রানের জুটি গড়েন। তাতে শক্ত ভিতের উপর দাঁড়ায় দলটি। এর কিছুক্ষণ পরই ব্যক্তিগত ৭৭ রানে আগেরওয়াল লায়ানের শিকারে পরিণত হন। তারপরও পেছনে ফিরে তাকায়নি ভারত। এক প্রান্ত আগলে রেখে পূজারা দ্রুত রান তুলতে থাকেন। অন্য প্রান্তে তাকে ধীরলয়ে সঙ্গ দেন বিরাট কোহলি। তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৪ রানের জুটি। ঠিক সে সময় উইকেটের পেছনে টিম পেইনের ক্যাচে কোহলিকে (২৩) সাজঘরে ফেরান হ্যাজেলউড।

\"\"

১৮০ রানে ৩ উইকেট হারালেও মূলত পূজারার ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে ভারত। সেই পথে চতুর্থ উইকেটে রাহানেকে নিয়ে এ ডানহাতি গড়েন ৪৬ রানের জুটি। কিন্তু সেখানে রাহানের অবদান ছিল মাত্র ১৮। তিনি মিচেল স্টার্কের শিকার হয়ে ফিরেন। এরপর দিনের বাকি সময়টা বিহারিকে নিয়ে নিরাপদে কাটিয়ে দেন পূজারা।

পঞ্চম উইকেটে ১৯.৪ ওভার মোকাবেলা করেন পূজারা-বিহারি জুটি। এ সময়ের মধ্যে তারা দলীয় স্কোর বোর্ডে যোগ করেন ৭৭ রান। এরমধ্যে ১৯৯ বলে ১৩ চারে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেন পূজারা। শেষ পর্যন্ত এ ডানহাতি ২৫০ বল মোকাবেলা করে ১৬ চারে ১৩০ রানে অপরাজিত রয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৫১ রানে ২ উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড। এদিকে ৭৫ রানে ১টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। এছাড়া ৮৮ রানে ১টি উইকেট পকেটে পুরেছেন নাথান লায়ন।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top