নেইমারের বিরুদ্ধে বার্সেলোনার মামলা

নাটকের যেন শেষ ছিল না! শুধু ইউরোপ নয়, গোটা ফুটবল বিশ্বই মশগুল ছিল নেইমারের দলবদল নিয়ে। শেষ পর্যন্ত সকল নাটকের অবসান ঘটিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহেই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন নেইমার। ভাবা হচ্ছিল, এবার বোধহয় শেষ হয়েছে সমস্ত কোলাহল।

কিন্তু তা আর হচ্ছে কই! আবারও আলোচনায় নেইমার ও বার্সেলোনা। এবার ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের বিরুদ্ধে আইনি যুদ্ধে নেমেছে তার সাবেক ক্লাব বার্সা। চুক্তিভঙ্গের অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে নেইমারের বিরুদ্ধে মামলা করেছে স্প্যানিশ জায়ান্টরা। গত ১১ আগস্ট বার্সেলোনার শ্রম ট্রাইবুনালে অভিযোগ দায়ের করে রেখেছিল বার্সা। অভিযোগটি এখন স্পেনের ফুটবল ফেডারেশনে পাঠানো হয়েছে।

গত বছরের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে স্বাক্ষর করা চুক্তি অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকার কথা ছিল নেইমারের। চুক্তি নবায়নের সময় বার্সেলোনার কাছ থেকে লয়ালিটি বোনাস হিসেবে ৮.৫ মিলিয়ন ইউরো পেয়েছিলেন নেইমার। পিএসজিতে যোগ দেয়ায় সেই অর্থ ফিরিয়ে নেয়ার জন্য স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বার্সেলোনা।

নেইমারের বিরুদ্ধে করা অভিযোগের রায়ে যদি বার্সেলোনা জয়লাভ করে, সেক্ষেত্রে কাতালান ক্লাবটি সবমিলিয়ে ৯.৩৫ মিলিয়ন ইউরো পাবে। কেননা, এক্ষেত্রে নেইমারকে ৮.৫ মিলিয়ন ইউরো লয়ালিটি বোনাসের ১০ শতাংশ সুদ জরিমানাও দিতে হবে। নেইমার যদি ব্যক্তিগতভাবে বার্সেলোনার দাবি করা এই অর্থ ফেরত দিতে না পারেন, তাহলে সেই অর্থ পিএসজিকেই পরিশোধ করতে হবে।

নেইমারের বিরুদ্ধে বার্সেলোনার মামলার এমন সিদ্ধান্তকে পিএসজি ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফরাসি লিগ ওয়ানরা জানায়, ‘বার্সেলোনার এমন সিদ্ধান্ত বিস্ময়কর। নেইমার বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি আইনগতভাবেই এর সুরাহা হবে।’ সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top