হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবাকে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন তার সার্জন সাকারি ওরাভা। তবে তারকা এ খেলোয়াড় অস্ত্রোপচার করাবেন কি-না সে বিষয়ে সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।
গত ১২ সেপ্টেম্বর বাসেলের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে অংশগ্রহণের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ফ্রান্সের এই আন্তর্জাতিক মিডফিল্ডার। এরপর থেকেই মাঠের বাইরে থাকায় তিনি আর এভারটন, বার্টন আলবিওন ও সাইদাম্পটনের বিপক্ষে খেলতে পারেননি।
পগবার মাঠে ফেরার সঠিক সময় এখনো অজানা উল্লেখ করে ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলেছেন, তার ইনজুরি কতটুকু গুরুতর সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ২৪ বছর বয়সি এই তারকা এখনো ওরাভার সঙ্গে আলোচনা করছেন। এই সার্জনের চিকিৎসায় সুস্থ হয়ে ফিরেছেন বার্সেলোনা তারকা ওসমানে ডেম্বেলে।
তিনি বলেন, ‘তার (পগবা) ইনজুরি ডেম্বেলের চেয়ে কিছুটা আলাদা। এ বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম