ক্লাবের কঠিন চালে ফেঁসে গেলেন নেইমার, নিরুপায়..

তবে কি ফেঁসে গেলেন নেইমার? বিস্তারিত পড়ে তাই মনে হবে আপনার। তবে তার আগে জেনে নিন পেছনের কথা। এইতো সম্প্রতি রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। তার সেই দল বদলের ঘটনায় বেশ আলোচনা হয় ফুটবল পাড়ায়। সে ঘটনায় বুক ভাঙা কষ্ট পেলেও নিরবে কেঁদেছিল ন্যু ক্যম্প।

তবে এবার কাতালান ক্লাব বার্সা তাদের সাবেক তারকা নেইমারের ওপর এক প্রকার প্রতিশোধই নিতে চাচ্ছে। কারণ তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে তারা। ব্রাজিলীয় তারকার কাছে ৮.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮১ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়েছে।

গত বছর অক্টোবরে বার্সার সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করে ৮.৫ মিলিয়ন ইউরো বোনাস পেয়েছিলেন নেইমার। কিন্তু এক বছর না যেতেই দলবদলের রেকর্ড গড়ে পিএসজিতে চলে গেছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। ১১ আগস্ট বার্সেলোনার শ্রম আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করে বার্সা। স্প্যানিশ ক্লাবটির দাবি, নেইমার অথবা তাঁর নতুন ক্লাব পিএসজিকে ১০ শতাংশ সুদসহ ফেরত দিত হবে এই অর্থ। আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে মামলা করার কথা জানিয়েছে বার্সেলোনা।

বার্সেলোনা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ফিফা ও ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকেও নিজেদের দাবির কথা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭,

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top