লা লিগার চলতি মৌসুমে একের পর এক ম্যাচ জিতেই চলছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। ইতিমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান অক্ষুণ্ন রেখেছে তারা।
শনিবার রাতে জিরোনার বিপক্ষে দুই আত্মঘাতী গোলের সৌজন্যে ৩-০ ব্যবধানে জয় পেয়ে অবস্থান আরও পাকাপোক্ত করেছে ভালভেরদের দল। নবাগত দলটি পাত্তাই পায়নি মেসি-সুয়ারেসদের কাছে।
জিরোনার মাঠে ১৭তম মিনিটে মেসির ফ্রি-কিক বাঁয়ে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলকিপার গোরকা ইরাইসস। তবে সেই কর্নার থেকেই জর্দি আলবার ভলি আদায় বেনিতেসের পায়ে লেগে দিক উল্টো নিজেদের জালে ঢুকে যায়! ৩৬তম মিনিটে ইভান রাকিতিচের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ইরাইসস। তবে বিরতির পর ব্যবধান বাড়ে তার আত্মঘাতী গোলেই।
দ্বিতীয়ার্ধের শুরুতে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেসও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বলে সংযোগ ঘটাতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়। ৬৯তম মিনিটে সুয়ারেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
লা লিগায় প্রথম ছয়টি ম্যাচ জেতা বার্সেলোনার পয়েন্ট ১৮।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে