গেল বুধবার ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো। গুরুতর চোট পেয়ে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান এই লেফট-ব্যাক।
মার্সেলোর স্ক্যান করানোর পর তার হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ার কথা শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিয়াল। স্পেনের সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, অক্টোবর শেষ দিকের আগ পর্যন্ত মাঠে নামতে পারবেন না মার্সেলো।
ফলে লিগে শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে তো বটেই, এসপানিওল ও গেতাফের বিপক্ষেও খেলতে পারছেন না মার্সেলো। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ড ও টটেনহ্যাম হটস্পারের মতো কঠিন দলের বিপক্ষেও ২৯ বছর বয়সী এই ফুটবলারকে দেখা যাবে না।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম