সেরার লড়াইয়ে জিদান-কন্তে-অ্যালেগ্রি

বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান, চেলসির আন্তোনিও কন্তে ও জুভেন্টাসের মাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

১২ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এই তিন জন বাদে কাটা পড়ে সবাই।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিদানের সম্ভাবনা সবচেয়ে বেশি। ২০১৬-১৭ মৌসুমে স্পেনের ক্লাবটিকে মোট চারটি শিরোপা জেতান তিনি। আর গত মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতার পর বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে জিদানের দল।

জুভেন্টাসকে টানা তৃতীয়বারের মতো ঘরোয়া ডাবল (সেরি আ ও ইতালিয়ান কাপ) জেতান আল্লেগ্রি। ইতালির এই কোচের অধীনে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল ক্লাবটি। এছাড়া ২০১৫-১৬ মৌসুমে বিপর্যস্ত চেলসিকে বদলে দিয়েছেন কন্তে। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলটিকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতান এই ইতালিয়ান কোচ।

আগামী ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। জাতীয় দলের কোচ, অধিনায়ক ও প্রতিটি দেশের একজন করে সাংবাদিক এবং ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বিজয়ী নির্বাচন করা হবে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top