ডেম্বেলের চোটে বার্সার স্বস্তি!

কোনো খেলোয়াড়ের চোট মানেই ক্লাবের জন্য বড় এক ধাক্কা। উসমানে ডেম্বেলের চোটটা বার্সেলোনা শিবিরের জন্য আরও বড় দুঃসংবাদ। কারণ, নেইমারের শূন্যস্থান পূরণ করতেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে ফরাসি এই তরুণকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ১৪৭ মিলিয়ন ইউরোর সেই খেলোয়াড়টিই দীর্ঘ ৪ মাসের জন্য ছিটকে পড়লেন মাঠের বাইরে। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ডেম্বেলের চোট অবশ্যই বার্সেলোনার জন্য বিশাল এক ধাক্কা। তবে সেই হতাশার উল্টো পিঠে ডেম্বেলের চোট বার্সেলোনা শিবিরে বয়ে এনেছে অন্য রকম একটা স্বস্তির হাওয়া! ডেম্বেলের চোট যে বার্সেলোনাকে বাচিয়ে দিল ১০ মিলিয়ন ইউরো!

হ্যাঁ সত্যিই তাই। অনেক দেন-দরবারের পর ১৪৭ মিলিয় ইউরোর চুক্তিতে ডেম্বেলেকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এর মধ্যে ডর্টমুন্ডকে ১০৫ মিলিয়ন ইউরো নগদ দিয়েছে বার্সেলোনা। বাকি ৪২ মিলিয়ন ইউরো দেবে বিভিন্ন শর্ত সাপেক্ষে। যার অন্যতম একটা শর্ত ছিল, ডেম্বেলে যদি প্রথম মৌসুমেই ৫০ ম্যাচ খেলতে পারেন, তাহলে ডুর্টমুন্ডকে বাড়তি ১০ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সেলোনাকে। কিন্তু গত রোববার গেটাফের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ২০ বছর বয়সী ফরাসি তরুণ।

চোট এতোটাই গুরুতর যে, সোমবারই অস্ত্রোপচারের জন্য ডেম্বেলে উড়ে গেছেন ফিনল্যান্ড। সেখানে বিশেষজ্ঞ শল্যবিদ সাকারি ওরাভার কাছে আজ মঙ্গলবারিই অস্ত্রোপচার করার কথা। অস্ত্রোপচারের পর দীর্ঘ ৪ মাস তাকে কাটাতে হবে মাঠের বাইরে। মানে মৌসুমের অর্ধেকটা সময়ই ডেম্বেলেকে কাটাতে হবে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে। ফলে মৌসুমে ৫০ ম্যাচ খেলার প্রথম শর্ত শুরুতেই অকার্যকর। যার অর্থ, প্রথম শর্তের ওই বাড়তি ১০ মিলিয়ন ইউরো বার্সেলোনাকে প্ররিশোধ করতে হবে না!

ডেম্বেলের চোটে কোচ আর্নেস্তো ভালভার্দে হতাশ হলেও বার্সেলোনার কর্তারা নিশ্চয় মনে মনে স্বস্তির নিঃশ্বাসই ফেলছেন!

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম