রাতে মেসির প্রতিপক্ষ দিবালা, নামছেন নেইমারও

চ্যাম্পিয়ন্স লিগের মিশনে রাতে মাঠে নামছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা ও সবশেষ আসরের রানার্স আপ জুভেন্টাস। লড়াইয়ের মূল ভোল্টেজ দুই স্বদেশি প্রতিপক্ষ মেসি ও দিবালার দিকে। নিজ নিজ দলের হয়ে কি করতে পারবেন তারা? পারবেন কি দলকে জয় এনে দিতে। একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে প্রথম ম্যাচে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় আছেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শুরু হবে ‘ডি’ গ্রুপের এই ম্যাচটি।

এদিকে আজকের ম্যাচকে সামনে রেখে গেল চ্যাম্পিয়ন্স লিগের হিসাব কষতে চাইবে বার্সা। এই জুভদের কাছে অ্যাওয়ে ম্যাচে হেরেই তো বিদায় নিতে হয়েছিল মেসি-নেইমার-সুয়ারেজদের। ম্লান হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে পিএসজিকে ৬-১ গোলে হারানোর জৌলুস। যদি ওআজ বার্সা দলে পাবে না সেই নেইমারকে।

তবে আজকের ম্যাচে প্রতিশোধের কথা বার্সার মাথায় থাকবে না বলে জানিয়েছেন দলটির গোলক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

গত মৌসুমে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইউভেন্তুসের মাঠে ৩-০ গোলে হারের পর ফিরতি লেগে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করে বার্সেলোনা।

গত শনিবার লিওনেল মেসির হ্যাটট্রিকে এসপানিওলকে ৫-০ গোলে হারিয়েছে লা লিগায় দারুণভাবে মৌসুম শুরু করেছে কাতালান ক্লাবটি।

‘ডি’ গ্রুপের অন্য দুটি দল হলো গ্রিসের অলিম্পিয়াকোস ও পর্তুগালের স্পোর্তিং।

এদিকে মঙ্গলবার রাত একই সময় সেল্টিকের বিপক্ষে মাঠে নামছে নেইমারের পিএসজি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটিই হবে নেইমারের প্রথম ম্যাচ। দল ভালো করায় ফ্রেঞ্চ শিবিরও রয়েছে স্বস্তিতে। ধারাবাহিকতার দিকেই আজ চোখ থাকবে নেইমারদের।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একই সময় আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বাসেল; কারাবাগের প্রতিপক্ষ চেলসি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top