ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জিতলেন নাদাল

ইউএস ওপেনের অন্যতম হট ফেবারিট তিনি। রজার ফেদেরার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আরো উজ্জ্বল হয় রাফায়েল নাদালের। ফাইনালে কেভিন অ্যান্ডারসন বাধা হয়ে দাঁড়াতে পারেননি রাফার সামনে। রোববার রাতে দুর্দান্ত দাপটে এই দক্ষিণ আফ্রিকান তারকাকে হারিয়ে শিরোপায় চুমু আঁকেন নাদাল।

ফ্ল্যাশিং মিডোয় খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি নাদালকে। অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ডস্লাম জয় করেন এই স্প্যানিশ তারকা।

২০১৩ সালের পর প্রথমবারের মতো একই বছর দুটি গ্র্যান্ডস্লাম জয় করেন নাদাল। চলতি বছরের জুনে ফ্রেঞ্চ ওপেনের শিরোপায়ও চুমু আঁকেন নাম্বার ওয়ান তারকা।

ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জয় করা নাদাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই বছর যা হয়েছে তা এককথায় অবিশ্বাস্য। গত কয়েকটি বছর নানা সমস্যা, ইনজুরি এবং বাজে ফর্মের পর চলতি মৌসুমের শুরুটা অনেক, অনেক আবেগময়।’

চলতি বছর গ্র্যান্ডস্লামে রাজত্ব করেছেন নাদাল ও ফেদেরার। ফেদেরার উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন। অন্যদিকে নাদালের শোকেসে যায় ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনের শিরোপা।

পুরুষ এককে রেকর্ড সর্বোচ্চ ১৯টি গ্র্যান্ডস্লামের শিরোপা জিতে চূড়ায় রয়েছেন ফেদেরার। দ্বিতীয় স্থানে থাকা নাদালের শিরোপা ১৬টি। পিট সাম্পাস জিতেছেন ১৪টি। নাদাল ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন রেকর্ড সর্বোচ্চ ১০ বার। তিনবার ইউএস ওপেন ছাড়া দুবার উইম্বলডন এবং একবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন এই স্প্যানিশ তারকা।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top