এবারও হলো না ফেদেরার-নাদাল লড়াই

টেনিসবিশ্ব অপেক্ষায় ছিল ফেদেরার-নাদাল সেমিফাইনাল লড়াইয়ের। তবে হচ্ছে না ধ্রুপদী লড়াই। বুধবার রাতে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে হেরে বিদায় নেন রজার ফেদেরার।

ডমিনিক থিমকে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন দেল পোত্রো। ফেদেরারের বিপক্ষে চার সেটের দুর্দান্ত ম্যাচে জিতে যেন প্রমাণ করলেন ক্লান্তি নেই তার। ফ্ল্যাশিং মিডোয় সুইস তারকাকে ৭-৫, ৩-৬, ৭-৬ (১০-৮), ৬-৪ গেমে পরাজিত করে সেমিতে ওঠেন আর্জেন্টাইন তারকা দেল পোত্রো।

ফ্ল্যাশিং মিডোয় এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফেদেরারকে হারালেন দেল পোত্রো। এর আগে ২০০৯ সালে গ্র্যান্ড স্লামের ফাইনালে সুইস তারকাকে হারিয়ে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন এই আর্জেন্টাইন তারকা।

ফাইনালে ওঠার লড়াইয়ে নাদালের মুখোমুখি হবেন দেল পোত্রো। কোয়ার্টার ফাইনালে রাশিয়ান তারকা আন্দ্রে রুবলেভকে পরাজিত করে সেমিতে ওঠেন রাফা।

\"\"

ফ্ল্যাশিং মিডোয় কখনোই মুখোমুখি হননি ফেদেরার-নাদাল। এবার সেই আক্ষেপ ঘুচবে বলেই ধরে নিয়েছিলেন টেনিসভক্তরা। তবে ফেদেরার হেরে যাওয়ায় ইউএস ওপেনে ফেদেরার-নাদাল লড়াই দেখার অপেক্ষা বাড়ল।
ফেদেরারের হারে লাভ হলো নাদালের। ফ্ল্যাশিং মিডোয় এই স্প্যানিশ তারকার পারফরম্যান্স যা-ই হোক না কেন, শীর্ষেই থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top