ভারতে জনপ্রিয় খেলাগুলির প্রসঙ্গ উঠলে তার মধ্যে ডব্লিউডব্লিউই-এর নাম আসবে। কিন্তু এই খেলায় অংশগ্রহণকারী ভারতীয়ের সংখ্যা কিন্তু খুবই কম।
বর্তমানে পুরুষদের মধ্যে রয়েছেন গ্রেট খালি এবং জিন্দর মাহাল। আর ভারতের হয়ে একমাত্র মহিলা প্রতিনিধি কবিতা দেবী।
তিনিই এবার উঠে এসেছেন খবরের শিরোনামে। যেখানে ডব্লিউডব্লিউইতে নারীদের খোলামেলা পোশাকে লড়াই করতে নামাটাই রীতি। সেখানে সম্পূর্ণ ভারতীয় পোশাকে রিংয়ের মধ্যে লড়তে দেখা গেল কবিতাকে।
২০১৬ সালে এশিয়ান গেমসে ভারত্তোলনে সোনা জয়ী কবিতা বর্তমানে প্রফেশনাল রেসলার। সম্প্রতি অংশ নিয়েছিলেন একটি টুর্নামেন্টে। সেখানে যে পোশাকটি পরেছিলেন কবিতা সেটিই এখন নেটদুনিয়ায় আলোচনার বিষয়বস্তু।
সাধারণত দেখা যায়, এই অংশগ্রহণকারীদের পোশাক অনেকটাই খোলামেলা। মূলত লড়াইয়ে সুবিধার জন্যই ওই ধরনের পোশাক পরা। কিন্তু হরিয়ানার এই কন্যা লড়াইয়ে নামেন পুরোপুরি ভারতীয় পোশাক পরে। এদিন তার পরনে ছিল গেরুয়া রংয়ের সালোয়ার কামিজ। আর কোমরে বাঁধা ছিল ওড়না।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে