গেলো মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্রাজিল বধের মাধ্যমেই শুভ সূচনা করেছিলেন আর্জেন্টাইন বস সাম্পাওলি। সেটি তো ছিলো প্রীতি ম্যাচ। এবার আবার অগ্নি পরীক্ষার সামনে তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বাকি আছে এখনও। একটি ম্যাচও হারা যাবে না।
মেসিদের সামনে উরুগুয়ের ম্যাচ। এই ম্যাচে ইনজুরিতে পড়া সুয়ারেজ না থাকায় বাড়তি সুবিধাই পেতে পারে তারা। ১ সেপ্টেম্বর উরুগুয়ের মাঠে খেলবে মেসি বাহিনী। গত ১৬ আগস্ট স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের মাঠে ২-০ গোলে হারের ম্যাচে শেষদিকে ইনজুরি আক্রান্ত হন সুয়ারেজ। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের মাঠে সুয়ারেজের অনুপস্থিতি মেসির আর্জেন্টিনার জন্য স্বস্তিদায়কই বটে!
১৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টাইনদের অবস্থান পঞ্চম। সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিতে থাকতে হবে শীর্ষ চারে। পাঁচ নম্বরে থাকা দলকে প্লে-অফের বাধা পেরোতে হবে। এক পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে উরুগুয়ে। আর মাত্র চারটি করে ম্যাচ বাকি। সর্বোচ্চ ৩৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপে ব্রাজিল শীর্ষে থাকায় কলম্বিয়া ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। সমান পয়েন্ট নিয়ে চিলি চতুর্থ।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সার্জিও রোমেরো, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: ফেদেরিকো ফাসিও, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস পারেহা।
মিডফিল্ডার: মার্কোস আকুনা, এভার বানেগা, লু্কাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, ফের্নান্দেস, মানুয়েল লানসিনি, লিয়েন্দ্রো পারেদেস, গিদো পিসাররো, এদুয়ার্দো সালভিও।
ফরোয়ার্ড: সার্জিও আগুয়েরো, কোররেয়া, পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও লিওনেল মেসি।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ