স্প্যানিশ লা-লিগায় মৌসুমের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট খোয়ালো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। এতে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে জিনেদিন জিদানের দল। চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ভ্যালেন্সিয়া। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সোসিয়েদাদ। সমান পয়েন্ট থেকেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে বার্সেলোনা ও লেগানেস। পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচেও খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালাদো।
এতে রিয়ালের আক্রমণভাগে নেতৃত্ব দেন করিম বেনজেমা, মার্কো আসেনসিও ও গ্যারেথ বেল। রোনালদোর অনুপস্থিতিতে তরুণ ফরোয়ার্ড আসেনসিও নিজের দায়িত্বটা দারুণভাবে পালন করেছেন। এদিন রিয়ালের দুই গোলই করেন স্পেনের এ তরুণ। তবে চরম ব্যর্থ হন সিনিয়র দুই খেলোয়াড় করিম বেনজেমা ও গ্যারেথ বেল। ফরাসি স্ট্রাইকার বেনজেমা একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে পাঠানো বড়ই দৃষ্টিকটু ছিল। এছাড়া সহজ হেডকে ক্রসবারের ওপর দিয়ে পাঠানো ছিল আরো হাস্যকর।
এছাড়া প্রতিপক্ষের গোলরক্ষকের বরাবর সরাসরি বল শট নেয়ার ঘটনা তো আছেই। এছাড়া গ্যারেথ বেলও ছিল ফ্লপ। ম্যাচ চলাকালে নিজ দর্শকদের মুখে তাকে বারবার দুয়ো শুনতে হয়েছে। বিশেষকের ৭৪ মিনিটে জিদান যখন তাকে তুলে নেন তখন বার্নাব্যু যেন বেলের দুয়োয় কেঁপে ওঠে। মাথা নিচু করে মাঠ ছাড়েন বেল।
সিনিয়র ফরোয়ার্ডদের ব্যর্থতার দিনে আগের মতোই উজ্জ্বল ছিলেন আসেনসিও। ম্যাচের ১০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি। তবে এর আট মিনিট বাদে সফরকারী ভ্যালেন্সিয়া সমতায় ফেরান কার্লোস সোলার। ১-১ গোলে প্রথমার্ধ শেষহয়।
এরপর ৭৭ মিনিটে ভ্যালেন্সিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কন্ডগবিয়া। ম্যাচের শেষ বাঁশি বাজার সাত মিনিট আগেও হার দেখছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ৮৩ মিনিটে আবার ত্রাতা হয়ে আসেন আসেনসিও। দুর্দান্ত এক ফ্রি-কিকে রিয়ালকে সমতায় ফেরান তিনি। এরপর করিম বেনজেমা দুইবার গোলের সুযোগ পান। কিন্তু দুইবারই স্বাগতিক দর্শকদের হতাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি