যে মাইলফলকে মেসিই প্রথম

লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে আলাভেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দুটি গোলই করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। আলাভেসের বিপক্ষে প্রথম গোলটিই তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

স্প্যানিশ লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। আলাভাসের জালে দ্বিতীয়বার বল জড়ানোয় লা লিগায় এখন মেসির গোল সংখ্যা দাঁড়াল ৩৫১। লা লিগায় মোট ৩৮৪টি ম্যাচ খেলেছেন মেসি। ম্যাচ প্রতি গড়ে ০.৯১টি করে গোল করেছেন তিনি।

মেসির ঠিক পরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগায় ২৬৫টি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদ প্রাণভোমরা। নামের পাশে যোগ করেছেন ২৮৫ টি গোল। ম্যাচ প্রতি গোল গড়ে মেসির চেয়ে এগিয়ে রোনালদো। পর্তুগিজ সুপারস্টার ম্যাচ প্রতি ১.০৮ টি করে গোল করেছেন।

তৃতীয় স্থানে রয়েছেন তেলমো জারা। অ্যাটলেটিক বিলবাও কিংবদন্তী করেছিলেন ২৫১ গোল। ১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত লা লিগায় ২৭৮টি ম্যাচ খেলেছেন। তেলমো জারার গোল গড় ০.৯০।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top