হার্ট অ্যাটাকের ধাক্কা, মানসিক চাপে তামিম

হার্ট অ্যাটাকের পর ধীরে ধীরে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে এখনো এই ঘটনাকে মেনে নিতে পারছেন না তামিম ইকবাল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বাংলাদেশের বাঁহাতি ব্যাটার মানসিক চাপে ভুগছেন।

প্রথমে কেপিজে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তামিমকে। পরে পুলিশি প্রটোকলে তাঁকে ঢাকায় আনা হয় এবং ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। হাসপাতাল সূত্র জানিয়েছে, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তামিমকে। তবে তিনি এখনো মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক নন, তাই একজন মনোবিদের সহায়তা নেবেন। ধারণা করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান ম্যাচ চলাকালে মোহামেডান অধিনায়ক তামিম সুস্থ থাকলেও ফিল্ডিংয়ের সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুত তাঁকে কেপিজে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাঁকে সিপিআর দেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। সেখানে তাঁর এনজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়।

তামিমের চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর। তিনি জানান, তামিম সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছেন বলে প্রাণে বেঁচে গেছেন। বিসিবি পরিচালক আকরাম খানও চিকিৎসকদের প্রশংসা করেছেন।

তামিমের অসুস্থতার খবর শুনে সামাজিক মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার। তাঁদের সঙ্গে লাসিথ মালিঙ্গা, হার্শা ভোগলে, যুবরাজ সিংও আবেগী বার্তা দিয়েছেন।

এদিকে, সাকিব আল হাসানের মা-বাবা কেপিজে হাসপাতালে গিয়ে তামিমকে দেখে এসেছেন।