ইয়ং-ল্যাথামের জোড়া সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো কিউইরা

নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩২১ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। উইল ইয়ং ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে ভর করে এ লড়াকু সংগ্রহ দাঁড় করায় কিউইরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ রিজওয়ানের দল।

আগে ব্যাট করতে নেমে, শুরুতে দেখেশুনে খেলতে থাকে দুই ওপেনার উইল ইয়ং ও ডেভন কনওয়ে। তবে হঠাৎই খেই হারায় নিউজিল্যান্ড। দলীয় ৪০ রানেই টপ অর্ডারের দুই ভরসার ব্যাটার কনওয়ে ও উইলিয়ামসন সাজঘরে ফেরেন।

ব্যক্তিগত ১০ রানে আবরার আহমেদের বলে বোল্ড হয়ে বিদায় নেন কনওয়ে। পরের ওভারে নাসিম শাহর বলে রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন কেন উইলিয়ামসন।

ড্যারি মিচেলের ব্যাটও হাসেনি এদিন। ব্যক্তিগত ১০ রানে হারিস রউফের বলে শাহিন শাহ আফ্রিদির তালুবন্দি হয়ে প্যাভিলিয়লের পথ ধরেন তিনি।

৭৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইয়ং ও ল্যাথাম। দুজন মিলে গড়েন ১১৮ রানের জুটি। সেঞ্চুরি তুলে নিয়ে নাসিম শাহর দ্বিতীয় শিকারে পরিণত হন ইয়ং। ১২টি চার ও ১টি ছয়ের সুবাদে তার ব্যাট থেকে আসে ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস।

ইয়ং বিদায় নিলেও একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে জেতে থাকেন ল্যাথাম, তাকে সঙ্গ দেন গ্লেন ফিলিপস। এই দুজনও গড়েন শতরানের জুটি। ব্যক্তিগত ৬১ রানে রউফের বলে ফখর জামানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ফিলিপস। ১১৮ রানে অপরাজিত থাকেন ল্যাথাম।

নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২০ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন নাসিম শাহ ও হারিস রউফ। ১টি উইকেট পান আবরার আহমেদ।