জেদ থেকেই কি এমন ইনিংস? যা বললেন লিটন

শটের নান্দনিকতার দিক বিবেচনায় লিটন কুমার দাস বাংলাদেশের ফাইনেস্ট ব্যাটারদের মধ্যে সবার সেরাই। কিন্তু তিনি সম্প্রতি ব্যাটে-বলে করতে পারছিলেন না, রান আসছিল না। যে কারণে বাদ পড়েছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনেই লিটন খেলেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে করেছেন অপরাজিত ১২৫, এটা তার টি-২০ ক্যারিয়ারের সর্বোচ্চ। টাইগার উইকেটকিপারের এমন পারফরম্যান্স দেখার পর নির্বাচকরা কি আক্ষেপে পুড়ছেন? হয়তোবা।

লিটন মেনে নিয়েছেন ফর্ম ছিল না বলেই বাদ পড়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

লিটন যোগ করেন, ‘কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়। আপনি যদি দেখেন, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’

লিটন মনে করেন, ফর্ম থাকলে নির্বাচকরা আবার তাকে ফেরাতে পারেন। তিনি বলেন, ‘দেখেন ভাই, এটা এখন খুবই কঠিন বলা। আমি ওনাকে উত্তর দিয়েছি, কল সম্পূর্ণ নির্বাচকদের। ওনারা মনে করেছেন, এই মুহূর্তে আমি দলে ফিট হচ্ছি না, তাই নাই। যদি তারা আমার খেলা দেখে মনে করেন যে, আমি ফিট হওয়ার মতো, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। চেষ্টা করব কীভাবে ভালো করা যায়।’

Scroll to Top