মাহমুদউল্লাহ-ফাহিম ঝড়ে চ্যাম্পিয়নের মতো শুরু বরিশালের

উত্তেজনায় ভরপুর এক ম্যাচ দিয়ে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের। মাহমুদউল্লাহ রিয়াদের বুড়ো হাড়ের ভেলকিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অবিশ্বাস্য জয়ে রিয়াদকে যোগ্য সঙ্গ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ।

আজকের ম্যাচে ফাহিম আশরাফ যখন উইকেটে আসেন, তখন বরিশালের দরকার ৪৭ বলে ৮৬ রান, অর্থাৎ ওভারপ্রতি তখনও প্রায় ১১ রান দরকার। হাতে ছিল কেবল ৪ উইকেট। সবকিছু মিলিয়ে ম্যাচে অনেকটা ব্যাকফুটে তখন বরিশাল। এমন পরিস্থিতিতে দুর্দান্ত এক জুটি গড়ে ম্যাচ বের করে আনেন রিয়াদ-আশরাফ।

সপ্তম উইকেটে ৩৫ বলে ৮৮ রানের জুটি গড়ে বরিশালকে ম্যাচ জিতিয়েছেন রিয়াদ-আশরাফ। তবে পরিস্থিতি একদমই অনুকূলে ছিল না এই জুটির শুরুতে। সেই চাপের মুহূর্তে আশরাফকে অনুপ্রেরণা জুগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই কথা জানিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।

উইকেটে আসার পর মাহমুদউল্লাহর সঙ্গে আশরাফের কী কথা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে পাকিস্তানি তারকা বলেন, ‘প্রথমত, মোহাম্মদ ভাই (মাহমুদউল্লাহ) একজন জাদুকরী লোক। উইকেটে যাওয়ার পর আমার সঙ্গে তার প্রথম যখন কথা হয়, আমি জিজ্ঞেস করি কী হচ্ছে? তিনি বলেন, ‘শুধু টিকে থাকো উইকেটে।’

তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতার বিষয়টিই এমন। আপনি যতই অভিজ্ঞ খেলোয়াড় হন শুরুতে আপনার কিছু মোটিভেশন দরকার পড়ে। এরপর আমরা দুজনেই নিজেদের স্নায়ুচাপের ওপর নিয়ন্ত্রণ আনি এবং সবকিছু অনেক সহজ হয়ে যায়।’

এবারর বিপিএলের প্রথম ম্যাচেই ২০০ রান উঠল। দুই দলই দারুণ ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবেই পিচ যে বেশ ভালো ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় এই পিচকে ‘অতিমাত্রায় ব্যাটিং সহায়ক উইকেট’ বলতে নারাজ। পিচ নিয়ে তাই প্রশ্ন উঠল ফাহিমের সামনেও।

ফাহিম আশরাফ অবশ্য পিচকে দুর্দান্ত পিচ বলেছেন। তবে এনামুলের মন্তব্যও উড়িয়ে দেননি তিনি। ব্যাখ্যা দিয়েছেন বিজয়ের ওই মন্তব্যের, ‘আমরা যখন প্রথম বোলিং শুরু করি, তখন আমি মনে করেছি এটা ১৫০-৬০ রানের পিচ। তবে ১০ ওভার পরে যখন স্লোয়ার বল কাজ করছিল না, তখন মনে হয়েছে এটি ১৭০ রানের পিচ। ইয়াসির অনেক ভালো খেলেছে। তবে দ্বিতীয় ইনিংসে পিচ আরও ভালো হয়ে যায়। পিচ অনেকটা ব্যাটিং সহায়ক হয়ে যায়। শুরুতে পিচ সফট ছিল, পরে সেটা শক্ত হয়ে যায়।’

Scroll to Top