দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে তাদের ধবলধোলাই করে এসেছিলেন বাংলাদেশ। সেই ধবলধোলাইয়ের প্রতিশোধ এবার নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে এমনটাই বলেছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।
সেন্ট কিটসে বাংলাদেশের দেয়া ২২৮ রানের লক্ষ্য ৭ উইকেট এবং ৭৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের জয়ের নায়ক ছিলেন ব্র্যান্ডন কিং। এই ওপেনার ৭৬ বলে ৮ চার এবং ৩ ছকায় ৮২ রান করেছেন। এছাড়াও, লুইস ৪৯ এবং কেসি কার্টির ব্যাট থেকে এসেছে ৪৫ রান।
টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের পর এবার দুই বছর আগে বাংলাদেশের দেয়া সেই তেতো স্বাদ ফিরিয়ে দিতে চায় তারা।
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ বলেন, ‘খুব ভালো লাগছে। পাওয়া প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জেইডেনকে (সিলস) ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি ও বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০ করতে পারব।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর শুরু হবে এই দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।