শহীদদের নামে হবে উপজেলা স্টেডিয়াম: ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদের নামে নামকরণ করা হবে।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিকে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শহীদের ত্যাগ ও রক্তের মূল্য কখনও পরিশোধ করা সম্ভব হবে না। তবে আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে, সেটা আমরা করার চেষ্টা করছি।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নেয়ার লক্ষ্যে ফেডারেশনগুলোকে আলাদাভাবে দল তৈরির তাগিদ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরার। সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে। তবে ২০২৫ সালের যে পাঠ্যপুস্তক আসছে, সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো ততটা দৃশ্যমান করা সম্ভব হয়নি।

Scroll to Top