টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে প্রোটিয়াদের হারাল ভারত

টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড আগে থেকেই যৌথভাবে ছিল ভারতের দখলে। এবার এককভাবে এই রেকর্ড নিজেদের দখলে নিল ভারত। বুধবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ২১৯ রানের পুঁজি পায় ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ২০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ১১ রানে জয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সঞ্জু স্যামসনকে হারায় ভারত। তবে এরপর তিলক বর্মাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। অভিষেক ৫০ রান করে আউট হলেও একপ্রান্তে নিজের দাপট চালিয়ে যান তিলক।

শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। তার ইনিংসটি ছিল ৮টি চার এবং ৭টি ছক্কায় সাজানো। শেষ দিকে রমনদীপ সিংয়ের ৬ বলে ১৫ রানের ইনিংস ভারতকে বিশাল পুঁজি এনে দিতে সাহায্য করে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুইটি করে উইকেট নেন আন্দিলে সিমেলেন এবং কেশব মহারাজ।

Scroll to Top