পাকিস্তানের পর শান্তর চোখ এবার ভারত সিরিজে

দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। সফল পাকিস্তান সিরিজ শেষে এবার আসন্ন ভারত সিরিজে চোখ রাখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেন, ‘পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। মুশফিক ও সাকিবের কাছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে ৫ উইকেট নিল তা খুবই অসাধারণ। আশা করি ভারতের বিপক্ষেও সে একই কাজ করবে।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। পেসারদের প্রশংসা করে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল এবং এই কারণেই আমরা এই ফল পেয়েছি। সবাই নিজেদের প্রতি সৎ থেকেছে এবং তারা জিততে চেয়েছে। আমি আশা করি, এটা বজায় থাকবে। সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত। এমনকি জাকিরও ইতিবাচকতা নিয়ে ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’

Scroll to Top