নির্ধারিত সময়ের আগেই শেষ চতুর্থ দিনের খেলা

রাওয়ালপিন্ডিতে আলোক স্বল্পতার সঙ্গে বৃষ্টির হানা। যার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা। পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চা বিরতির পর এক ওভার খেলা হয়ে আলোক স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি নামলে পরিত্যক্ত হয় বাকী সময়ের খেলা। জয়ের জন্য বাংলাদেশ প্রয়োজন ১৪৩ রান।  

১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জাকির। ৬ ওভারে বিনা উইকেটে ৩৭ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় বাংলাদেশ।

 

চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। আকাশে ঘনকালো মেঘের কারণে জ্বালানো হয় স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ উপযোগী আলো না থাকার কারণে খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। এরপর বৃষ্টি নামলে বাকী সময়ের খেলা পরিত্যক্ত করা হয়।

৭ ওভারে বিনা উইকেতে ৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জাকির ২৩ বলে ৩১ ও সাদমান ১৯ বলে ৯ রানে অপরাজিত আছেন।

Scroll to Top