বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাস খুব একটা সমৃদ্ধ না হলেও এবার সুযোগ পাকিস্তানকে হারিয়ে নতুন করে ইতিহাস লেখার। যে সুযোগ বেশ ভালোভাবেই লুফে নিচ্ছেন নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানকে ধরাশায়ী করে ছেড়েছে তাসকিন-হাসানরা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে সহজ লক্ষ্যই তাড়া করতে হবে লিটনদের।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) দ্বিতীয় ইনিংসে ..ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭২ রান তোলে পাকিস্তান। ১২ রানের লিডসহ পাকিস্তানের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৮৪ । যার মানে ১৮৫ রান করলেই ইতিহাস গড়বে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন পেসার হাসান মাহমুদ।
চতুর্থ দিনের শুরুটা কিছুটা দেখেশুনেই করে পাকিস্তান। তবে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। দলীয় ৪৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। তাসকিনের বলটা ফুল লেংথে পিচ করে অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যেত। কিন্তু আক্রমণাত্মক মেজাজে থাকা সাইম ড্রাইভ করলেও তা মিড অফে থাকা অধিনায়ক শান্তর কাছে যায়। ক্যাচ লুফে নিতে ভুল করেননি তিনি। ৩৫ বলে ২০ রান করেন আইয়ুব।