ইতিহাস গড়ার পথেই বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের দিকেই হাঁটছে টাইগাররা। ১ উইকেটে ২৩ রান নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শুরু করে বাংলাদেশ। যেখানে এখন পর্যন্ত দাপট ধরে রেখেছে হাসান-নাহিদরা। ৩৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১১৭।
ভাগ্য নির্ধারণী এই দিনটার শুরুটা খারাপ হয়নি টাইগারদের। দিনের দ্বিতীয় ওভারেই পেয়ে যায় উইকেটের দেখা। পাকিস্তান অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উপলক্ষ এনে দেন হাসান মাহমুদ। ৩৭ বলে ১৪ রান করে শান মাসুদ ফেরেন লিটনকে ক্যাচ দিয়ে।
পরের ওভারে আবারো উইকেট নিতে পারত বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে সহজ ক্যাচ দেন বাবর আজম, যা লুফে নিতে ব্যর্থ হন লিটন। অন্যথায় ০ রানেই ফিরতে পারতেন পাকিস্তানি এই তারকা ব্যাটার।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জীবন পেয়েও বাবর খুব একটা সুবিধা করতে পারেননি। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি, ফিরতে হয় নাহিদ রানার ১৪৬ কি.মি. গতিবেগের বলে বোল্ড হয়ে। ফেরার আগে ৫০ বলে ২২ রান করেন বাবর।
পরের ওভারেই পাকিস্তানকে আরো একটা ধাক্কা দেয় বাংলাদেশ। এবার উইকেট শিকারী সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংস খেলা সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই ফেরান তিনি। ৬৭ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর দেখেশুনেই খেলছিলেন আব্দুল্লাহ শফিক। লাঞ্চ বিরতিরও খুব বেশি সময় বাকি নেই। এমন সময়ে হুট করে বড় শট খেলতে গিয়ে সাকিবকে উইকেট দিয়েছেন এই ওপেনার।
সাকিব ২ উইকেট নেয়ার পর পাকিস্তানের ইনিংসে আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। তার বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে আগা সালমানকে ফিরিয়েছেন সাদমান ইসলাম।
এই মুহূর্তে পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করছেন মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহ।
এর আগে প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে পাকিস্তান। জবাবে সব কয়টি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ। টাইগাররা লিড নেয় ১১৭ রানের।