টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে প্রায় চার বছর পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ।
আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চার ঘণ্টা পর শুরু হয়েছে ম্যাচটি। বেলা ৩টায় অনুষ্ঠিত টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত।
এই ম্যাচের একাদশে কোনো চমক রাখেনি বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারানোর লক্ষ্যে তাদের একাদশে রয়েছেন তিন পেসার। অন্যদিকে পাকিস্তান যে পুরো পেসনির্ভর দল নিয়ে নামবে সেটি আগেই জানা গিয়েছিল। দু’দিন আগে একাদশ ঘোষণা করেছিল স্বাগতিক শান মাসুদের দল।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।