ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের সঙ্গে রাষ্ট্রীয়, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লেগেছে রদবদল ও পদত্যাগের হিড়িক। সেখান থেকে বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিসহ সব পরিচালকদের পদত্যাগ চাইছে অনেকেই।
মঙ্গলবার (১৩ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সংগঠনের ব্যানারে প্রায় হাজারখানেক মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি তোলা হয়েছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
বিসিবির নিরাপত্তার জন্য স্টেডিয়ামের অফিসের সামনে আজও পাহারায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। যার কারণে ভেতরে কেউ ঢুকতে পারেননি।