গেল ৫ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ গ্রাহাম থর্প। তখন অনেকে মনে করেছিলেন দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে মারা গিয়েছেন থর্প। তবে এবার এই সাবেক ইংলিশ ক্রিকেটারের মৃত্যুর আসল কারণ সামনে নিয়ে এলেন তার স্ত্রী অ্যামান্ডা। থর্পের মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি আত্মহত্যা করেছিলেন
ইংলিশ গণমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে থর্পের মৃত্যুর আসল কারণ সামনে আনেন অ্যামান্ডা। জানান, কয়েক বছর ধরেই বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। থর্পের মৃত্যু নিয়ে তার স্ত্রী বলেন, ‘এক জন স্ত্রী এবং দুই জন কন্যা থাকার পরও ওর পরিস্থিতির উন্নতি হয়নি। অথচ আমরা ওকে ভালোবাসতাম, সেও আমাদের ভালোবাসতো। সে কেন যেন মনে করত, সে না থাকলেই আমরা ভালো থাকব। তার আত্মহত্যায় আমরা বিধ্বস্ত হয়ে গেছি।’
তিনি আরও বলেন, ‘কয়েক বছর ধরেই গ্রাহাম বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগছিল। ২০২২ সালের মে মাসে সে আত্মহত্যার জোরালো চেষ্টা চালায়। এরপর তাকে আইসিইউতে লম্বা সময় থাকতে হয়েছে।’
এর আগে ১৯৯৩ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থোপের। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ২০০৫ সাল পর্যন্ত। এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১০০টি টেস্ট। সেই ম্যাচে ১৬টি সেঞ্চুরিসহ ৪৪.৬৬ গড়ে করেছেন ৬ হাজার ৭৪৪ রান।
এছাড়াও ৮২টি ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ২ হাজার ৩৮০ রান। খেলোয়াড় জীবনী অধ্যায় শেষে নিজেকে যুক্ত করেন কোচিংয়ের সঙ্গে। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ড জাতীয় দলের। ২০২২ সালের মার্চে আফগানিস্তানের হেড কোচ দায়িত্ব পান তিনি। তবে গুরুতর অসুস্থ থাকায় আফগানদের দায়িত্ব পালন করা হয়নি তার।