ধীরে ধীরে বার্সেলোনা যেন অনেকটা সাধারণ মানের দল হয়ে পড়েছে! নেইমার নেই, লুইস সুয়ারেজ চোটের কারণে মাঠের বাইরে। বার্সার মিডফিল্ড তো অনেক আগ থেকেই ‘খোঁড়া’। তবে কাল আলভেসের বিপক্ষে বার্সা সমর্থকরা তাকিয়ে ছিলেন লিওনেল মেসির দু-পায়ের দিকে। মেসিই এগিয়ে এলেন প্রধান সেনাপতি হয়ে।
কাল স্প্যানিশ লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সার পক্ষে দুটি গোলই করেছেন মেসি। শুধু গোল করা নয়, মাঠে আলাভেসের প্রতিপক্ষ যে বার্সেলোনা সেটা বুঝা গেল বার্সার জার্সিতে মেসি নামের একজন খেলেছেন বলেই।
‘খোঁড়া’ মিডফিল্ড, ‘ভোতা’ আক্রমণভাগ নিয়ে আলাভেসের বিপক্ষে তৃপ্তির ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। কখনো মনে হচ্ছিল বার্সেলোনাকে ছাপিয়ে আলাভেসই মাঠের সেরা দল। ঘরের মাঠে কাল অনেকবার বার্সেলোনার পরীক্ষা নিয়েছে আলাভেস। সেখান থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বার্সা ফিরতে পেরেছে তার পুরো কৃতিত্ব মেসির।
পুরো ম্যাচে প্লে-মেকার হিসেবে খেলেছেন। গোল দুটিও তার করা। ম্যাচের ৫৫ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন আর্জেন্টিনা অধিনায়ক। জর্ডি আলবার পাস ধরে জোড়ালো শট নেন, প্রতিপক্ষ এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়িয়ে যায়।
৬৬ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন। পাকো আলকাসারের পাস ধরে বল জালে জড়িয়ে দিয়ে বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত হয়েছে বার্সেলোনার। তবে কাল মেসির নামের পাশে হ্যাটট্রিক শব্দটাও লেখা থাকতে পারত। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম